বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমি বরাদ্দের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৪:২৪

শেয়ার

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমি বরাদ্দের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার  
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার চট্টগ্রামের সার্কিট হাউজে এক আয়োজনে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর আন্তর্জাতিক মানের বিশেষায়িত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি পূরণ হতে চলেছে।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় নির্মিত হবে।

এর আগে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন ড. মুহাম্মদ ইউনূস।

 

banner close
banner close