বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৭ জিলক্বদ, ১৪৪৬

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দফতরে গিয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ওয়াহিদা।

স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘ ৫৩ বছরের সম্পর্কের কথা স্মরণ করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক সমস্যা, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

banner close
banner close