বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

জবি শিক্ষার্থীদের লং মার্চে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৩:৩২

আপডেট: ১৪ মে, ২০২৫ ১৩:৩৯

শেয়ার

জবি শিক্ষার্থীদের লং মার্চে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ’ ঠেকাতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ ।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন তারা। এটি কাকরাইল এলাকায় পৌছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।  

পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেবো রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তাদের দাবি না মেনে নেয়া হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজন পুলিশও আহত হয়েছেন। আহত পুলিশের পাশাপাশি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করছে পুলিশ।

আবাসন সংকট সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা।

banner close
banner close