বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৬ জিলক্বদ, ১৪৪৬

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১২:২৮

শেয়ার

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম দুই দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদকে হত্যার ঘটনায় রাজধানীর বংশাল থানায় দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়।

এ সময় আসামিপক্ষে জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড না’মঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না’মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ১২ এপ্রিল এ মামলায় জাহাঙ্গীর আলমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।

গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

banner close
banner close