
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেছেন। সোমবার সকালে তিনি উদ্বোধন করেন। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে সিভিল সার্জন সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৬৪ জেলার সিভিল সার্জনরা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের বিষয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. সায়েদুর রহমান আমার দেশকে জানান, দুই দিনের এই সম্মেলনের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কার্য অধিবেশনগুলো স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা নানা দিকনির্দেশনা দেবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছর ৬৪ জেলার ডিসিদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেটার আলোকে ধারণা নিয়ে এ সম্মেলন করা হচ্ছে। এ সম্মেলন উপলক্ষে সিভিল সার্জনদের কাছ থেকে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলোর পরামর্শ ও অভিমত নেওয়া হয়েছে।
সিভিল সার্জনরা বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানো, জেলার হাসপাতালগুলোকে শয্যা বৃদ্ধি, স্বাস্থ্য সংস্কার, ডাক্তার সংকট, পরিবহন তথা অ্যাম্বুলেন্স সমস্যা সমাধানের বিষয়ে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের এক কর্মকর্তা।
আরও পড়ুন: