রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা চলছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা চলছে: আলী রীয়াজ
ফাইল ছবি।

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে শহিদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা আমাদের লক্ষ্য। তবে, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।’

বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘সংসদের উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা, এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে।’



banner close
banner close