শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা
ছবি: সংগৃহীত

ঢাকায় চলমান তীব্র তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিয়েছে। আজ রোববার (১১ মে) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই রোদের প্রখরতা বাড়তে শুরু করে। দুপুরের দিকে তা অসহনীয় পর্যায়ে পৌঁছায়। রাস্তায় লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। যারা বাইরে বেরিয়েছেন, তাদের অনেকেই মাথায় কাপড় অথবা ছাতা দিয়ে রোদের তাপ এড়ানোর চেষ্টা করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুররা জীবন ও জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছেন।

বিমানবন্দর বাসস্ট্যান্ডে পানির বোতল বিক্রেতা কামরুল ইসলাম জানান, বারবার শরীর ঘামে ভিজে যাচ্ছে। মাথার ওপর রোদ যেন আগুনের মতো পড়ছে। আমার নিজেরই শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। আমি নিজেই তিন বোতল পানি খেয়ে ফেলেছি। গরমে একদম টিকতে পারছি না।

রিকশাচালক আজিজ মিয়া বলেন, সকাল থেকে শুধু পানি খাচ্ছি। খেতেও পারছি না, কাজও ছাড়তে পারছি না। রোদে বের হলেই মাথা ঘোরে।



banner close
banner close