
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বৌদ্ধ পূর্ণিমা রোববার উদযাপন করা হবে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শুভেচ্ছা জানিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘজীবন কামনা করেন।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ বছরের বুদ্ধপূর্ণিমার উদযাপন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে। যখন শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য গৌতম বুদ্ধের শিক্ষাগুলো আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক।’
এ পবিত্র দিনে মানবজাতির সামনের পথ হোক বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দে আলোকিত- এ কামনা করেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: