শনিবার

১০ মে, ২০২৫
২৭ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগার।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. আনু মিয়া (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কিমাল কান্দি পাঁচকিতা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তার কয়েদি নম্বর ১২৫৩/এ। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

কয়েদি আনু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শহীদুল ইসলাম জানান, আজ সকালের দিকে আনু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এর পর সকাল সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কয়েদি আনু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

banner close
banner close