
আওয়ামী লীগের নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় শাহবাগে বন্ধ রয়েছে যান চলাচল।
শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।
সরেজমিনে দেখা যায়, শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে থেমে থেমে স্লোগান দিচ্ছেন ছাত্র-জনতারা। তবে আগের দিনের তুলনায় শাহবাগের ভিড় অনেকটাই কমেছে। সেখানে অবস্থানরত রয়েছেন কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী। ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন নানা স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রাতে অনেকেই রাস্তায় শুয়ে বিশ্রাম নিয়েছেন। যদিও বেশিরভাগ আন্দোলনকারী ইতোমধ্যে এলাকা ত্যাগ করেছেন।
যান চলাচল বন্ধ
অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ মোড়ের চারদিকের সড়ক বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সংলগ্ন মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার ঘোষণার পরই একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগে এসে মোড় অবরোধ শুরু করেন এবং সারা রাত সেখানে অবস্থান করেন।
রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং চলমান অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।
এর আগে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। হাসনাত আবদুল্লাহ এ অবস্থান কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে সাড়া দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
আরও পড়ুন: