শনিবার

১০ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

পাকিস্তানের আকাশসীমা পরিহার, ৩ ফ্লাইটের সূচি পরিবর্তন বিমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ১৮:২৬

শেয়ার

পাকিস্তানের আকাশসীমা পরিহার, ৩ ফ্লাইটের সূচি পরিবর্তন বিমানের
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা এবং ফ্লাইট পরিচালনার স্বার্থে টরেন্টো, লন্ডন এবং রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, ‘পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টা থেকে ছেড়ে যাবে। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।’

এছাড়াও ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ছেড়ে যাবে। শুধু বৃহস্পতিবারে এই ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

বিমান জানায়, ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

এই পরিস্থিতির কারণে যাত্রীদের নির্ধারিত পরিবর্তিত সময় অনুযায়ী যথাসময়ে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

banner close
banner close