
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ড. ইউনূসের লক্ষ্য হচ্ছে, কীভাবে দেশে বিনিয়োগ বাড়ানো যায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়। তিনি বাংলাদেশকে একটি গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলতে চান।’
বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. আশিক চৌধুরী।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. ইউনূস ২০০৭-০৮ সাল থেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে চিন্তা-ভাবনা করে আসছেন।’
তিনি বলেন, ‘নয় মাস ধরে ড. ইউনূসকে কাছ থেকে দেখে বুঝেছি-উনার মতো প্রো-বিজনেস হেড অব গভর্নমেন্ট আমরা আগে দেখিনি। দাভোসে তিনি একদিনে ২৩টি মিটিং করেছেন, নিউইয়র্কে চারদিনে করেছেন ৫১টি মিটিং-সবই দেশের জন্য বিনিয়োগ আনতে।’
চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. ইউনূসের সঙ্গে বৈঠক করা বহু বিদেশি বিনিয়োগকারী বলেছেন, বন্দরের সক্ষমতা না বাড়ালে বড় বিনিয়োগ আসবে না।’
তাই বন্দরের উন্নয়নই এখন অগ্রাধিকার বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন: