বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১৭:০৬

শেয়ার

তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন
ছবি: সংগৃহীত

‘তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত আছে চীন। এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বাংলাদেশের। বেইজিং আশা করছে, প্রকল্পটির কাজ দ্রুত শুরু হবে।’

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত বাংলাদেশ-চীন ৫০ বছর সম্পর্ক নিয়ে এক সেমিনারে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিস্তা প্রকল্পের অগ্রগতি জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্টের বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল, তিস্তা প্রকল্পের জন্য বাংলাদেশ চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানায়। আমি বলতে চাই যে, চীন প্রস্তুত রয়েছে। আমরা আমাদের সহায়তা দিতে ইচ্ছুক।’

ইয়াও ওয়েন বলেন, ‘দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় বা আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমে এটি করা যেতে পারে কিনা, সেটিও ভাবা যেতে পারে। এই প্রকল্পটি কীভাবে এগিয়ে যাবে তা আসলে বাংলাদেশের সিদ্ধান্ত। চীন বাংলাদেশের নেয়া সিদ্ধান্তকে সম্মান করবে। আমি আশা করি, এই প্রকল্পটি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা হবে।’

banner close
banner close