বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১১:৫৮

শেয়ার

নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন
মানববন্ধন।

নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলসহ নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করছে সম্মিলিত নারী প্রয়াস। বৃহস্পতিবার সকাল ১০ টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন।

banner close
banner close