বুধবার

৭ মে, ২০২৫
২৪ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ০৮:৩৩

শেয়ার

এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, ভিডিও ভাইরাল
এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে। তবে চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। ডাকাতদের ছবিসহ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৬ মে) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তোরের চেষ্টা চলছে।

জানা গেছে, ঢাকামুখী একটি গাড়ি ছনবাড়ি থেকে ওমপাড়া সার্ভিস রোডে পৌঁছালে কিছু দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে যানবাহনের পথরোধ করার জন্য আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখে ডাকাত দল। একটি গাড়িটি যখন ব্যারিকেডের সামনে আসে তখন ডাকাতরা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটিকে ধাওয়া করে। এ সময় ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি মুহূর্তের মধ্যে ব্যাক গিয়ারে চলতে থাকে। এক পর্যায়ে ডাকাত দলের আরেকটি গ্রুপ গাড়িটিকে লক্ষ্য করে কিছু নিক্ষেপ করতে দেখা যায়। এই সব বিষয় ধরা পড়ে ওই অজ্ঞাত গাড়ির ড্যাশবোর্ড থাকা ক্যামেরায়। 

এ বিষয়ে জানতে চাইলে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে তাদের গেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

 

 

banner close
banner close