মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৮ জিলক্বদ, ১৪৪৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১১:১৬

শেয়ার

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে
অগ্রিম টিকিট বিক্রি শুরু যেদিন থেকে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের মহাপরিচলক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি এক বৈঠকে আগামী ২১ মে থেকে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট। এ ছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

যাত্রীদের সুবিধার্থে এবারও ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। 

বাংলাদেশ রেলওয়ে আরও জানায়, ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। এ ছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

উল্লেখ্য, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের টিকিট বিক্রয় করা হবে।

 

 

 

banner close
banner close