মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৮ জিলক্বদ, ১৪৪৬

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যেসব পথে থাকবেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ০৯:৩৩

আপডেট: ৬ মে, ২০২৫ ০৯:৩৪

শেয়ার

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যেসব পথে থাকবেন নেতাকর্মীরা
বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাতে রাজধানীর বিভিন্ন সড়কে দাঁড়াবেন দলীয় নেতাকর্মীরা। এ লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছেন, যেন কেউ সড়কে নেমে পরীক্ষার্থীদের ভোগান্তির কারণ না হয়।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে কয়েকটি নির্দেশনাও জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিট এবং বাংলাদেশ সময় (সোমবার) রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে। কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতির পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের।

banner close
banner close