রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

এম আই ফারুকীর মৃত্যুতে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১২:০৭

শেয়ার

এম আই ফারুকীর মৃত্যুতে অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
ফাইল ছবি।

জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ অর্ধদিবস বন্ধ থাকবে।

রোববার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিনিয়র আইনজীবী এম আই ফারুকীর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এবং এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।’

এম আই ফারুকী ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রোববার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হবে।

 

 

 

banner close
banner close