
রাজধানীর পুরানা পল্টন এলাকার সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শনিবার রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা বলছেন, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে জানিয়ে তারা জানান, সন্ধ্যা ৬টায় একবার শর্টসার্কিটের ঘটনা ঘটে। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারো শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানেই আগুনের ঘটনা ঘটে। ছাদে কারখানার টিন থাকায় আগুন নেভাতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশের মসজিদের থেকে পানি নেয়া হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিস বলছে ৭ ইউনিটের কাজে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: