বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে সরকার: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৫ ২০:১৮

শেয়ার

শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে সরকার: শ্রম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।’

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান মে দিবস এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে। আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে।’

মালিক-শ্রমিক এক কাতারে দাড়ালেই সমাজের চিত্র বদলে যাবে বলেও মনে করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

banner close
banner close