বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে প্রপাগান্ডায় ৭ ফেসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৫ ০৯:২৫

আপডেট: ১ মে, ২০২৫ ০৯:২৭

শেয়ার

আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে প্রপাগান্ডায় ৭ ফেসবুক পেজ
ফ্যাসিবাদের পক্ষে প্রপাগান্ডায় ৭ ফেসবুক পেজ।

জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, শীর্ষ নেতা, এমনকি মাঠপর্যায়ের নেতারা গা-ঢাকা দিয়েছেন।

বর্তমানে সাত-সকালে ১০ থেকে ১২ জনের ঝটিকা মিছিল ছাড়া দলটির খুব একটা কর্মকাণ্ড চোখে পড়ছে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়াতে আগের যেকোনো সময়ের চেয়েও সরব রয়েছে দলটি।

ভুয়া তথ্য দিয়ে সরকার ও দেশকে বিব্রত করে চলেছে স্বৈরাচারের প্রপ্রাগান্ডা সেল। বিভিন্ন মাধ্যম থেকে প্রপাগান্ডা ছড়ালেও মোটাদাগে সাতটি পেজ চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব পেজ থেকে উসকানিমূলক ‘তথ্যসন্ত্রাস’ চালিয়ে পরিবেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে ঢাকা মহানগর পুলিশের সাইবার বিভাগ সূত্রে জানা গেছে। পেজগুলো হলো- আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বাংলাদেশ আওয়ামী লীগ’, ‘গণতন্ত্রে ফেরা’, ‘সবুজ বাংলা’, ‘উন্নয়নের অভিযাত্রা’, ‘মুজিব সেনা’, ‘ছাত্রলীগ ভক্ত ফ্যান পেজ’ ও ‘অনলাইন মুক্তিযোদ্ধা’।

ডিবির সাইবার ইউনিট নিশ্চিত হয়েছে যে, এসব পেজের অ্যাডমিন বিদেশে অবস্থান করছেন এবং সব কনটেন্ট আপলোড করা হচ্ছে বিদেশ থেকেই। বিশেষ করে আমেরিকা, লন্ডন ও ফিনল্যান্ড থেকে পেজগুলো পরিচালনা করা হচ্ছে। জনমনে বহুমুখী বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এসব পেজ থেকে আজগুবি তথ্য দিয়ে পরিবেশ-পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে চক্রটি। চক্রটি একটি পেজের নাম আবার দীর্ঘদিন ধরে রাখছে না। মাঝে মাঝে এডিট করে পরিবর্তন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তারা এমন উপায় অবলম্বন করছে।

কোনো কোনো পেজে থেকে এমন পোস্ট দেওয়া হয়েছে যে, ‘শীঘ্রই ভারতীয় সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। তৈরি হও হাসিনার সৈনিকরা।’ এমনকি ভারতের বিভিন্ন মিডিয়ার ভুয়া খবর ও ভিডিও ওই পেজে পোস্ট ও আপলোড করা হচ্ছে। এমন সব মিথ্যা তথ্য দিয়ে সাইবার জগতে প্রপাগান্ডা ছড়াচ্ছে ফ্যাসিবাদের দোসররা। তবে বাংলাদেশ থেকে যারা ভুয়া ভিডিও বিদেশে পাঠাচ্ছে, তাদের শনাক্তে নিবিড়ভাবে কাজ করছে পুলিশ। চক্রটিকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া অপরাধীদের বিষয়ে সাইবার প্যাট্রোলিং চালাচ্ছে ডিবি।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপকমিশনার মো. মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘যেসব পেজ থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে পরিবেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। শুধু ডিএমপির সাইবার ইউনিটই নয়, সিআইডি ও পুলিশ সদর দপ্তরের সাইবার বিভাগও কাজ করছে।’

ঢাকা মহানগর পুলিশের সাইবার বিভাগ ও একাধিক পেজে ঢুকে দেখা গেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এসব পেজ থেকে তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। ছবি ও ভিডিও এডিটিং করে অথবা নতুন করে সংযুক্ত করে এসব পেজে আপলোড করা হচ্ছে।

পোস্টের ছবিগুলো এমনভাবে কাটিং ও ফিটিং করা হয়েছে, যা অনেকেই বিশ্বাস করে ফেলবেন। কনটেন্ট ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন দিয়ে গুজবকে ভারী করা হচ্ছে। শুধু তা-ই নয়, কথিত দেশরক্ষার নামে সেনাবাহিনী ও পুলিশকে উসকানি দেওয়া হচ্ছে। ‘সবুজ বাংলাদেশ’ নামে একটি পেজে পুলিশের শীতে কম্বল বিতরণ ও কথিত জঙ্গিবিরোধী অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে।

জানা গেছে, আওয়ামী ফ্যাসিবাদের প্রপাগান্ডায় সাতটি পেজের মধ্যে অন্যতম হিসেবে প্রপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজটি। ‘কথিত দায়মুক্তি’ নামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়মিত কথা বলতে শোনা গেছে।

তিনি ওই অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। কোনো কোনো সময় তাকে বলতে শোনা গেছে বিরোধী নেতাদের নাম ও ঠিকানা সংগ্রহ করতে। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অল ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে কিছু বোরকা পরা নারী তাদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেন। গত ৯ এপ্রিল সন্ধ্যায় দেখা যায়, পেজটিতে ১৯ মিনিট ১০ সেকেন্ডের শেখ হাসিনার অনলাইনে দেওয়া একটি বক্তব্য আপলোড করা হয়েছে।

নিচের পোস্টগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে তামাশা করে পোস্ট দেওয়া, পুলিশের ডেভিল হান্ট অভিযানকে আওয়ামী লীগবিরোধী অভিযান নামে দাবি করে পোস্ট দেওয়া এবং আইএমএফের অর্থ বাংলাদেশে আসবে না বলে ভুয়া পোস্ট করা হয়েছে। শুধু তা-ই নয়, অত্যন্ত কৌশলে গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের অপকর্মগুলো ঢেকে ফেলা হচ্ছে। এসব পোস্টে শেয়ার, লাইক ও কমেন্ট করতে দেখা গেছে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের।

সূত্র জানায়, ‘গণতন্ত্রে ফেরা’ নামে পেজের একটি পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশে ধর্ষণের মহামারি চলছে।’ আরেকটি পোস্টে বলা হয়, ‘দেশে শীঘ্রই নামবে দুর্ভিক্ষ।’ এ ছাড়া ‘সবুজ বাংলা’ নামে পেজে বলা হয়, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ঢাকার পল্টনে আওয়ামী লীগের বিশাল মিছিল।’ তবে ডিবির সাইবার টিম ওই ছবিটি পর্যালোচনা করে দেখেছে। ছবিটি ২০২৩ সালের স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিলের। ‘উন্নয়নের অভিযাত্রা’ নামে আরেকটি পেজে ভারতীয় মিডিয়ার ভুয়া খবরের ভিডিও দেখা গেছে। তাছাড়া ‘মুজিব সেনা’ পেজের পোস্টগুলোতে লক্ষ করা গেছে সেখানে পুলিশকে উসকানি দেওয়া হচ্ছে। পুলিশ কাজ করছে না এমন একটি পোস্ট সেখানে দেওয়া হয়েছে।

ছাত্রলীগ ভক্ত ফ্যান পেজে ‘বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে ইউনূস সরকার’ এমন একটি পোস্ট দেওয়া হয়েছে। পাশাপাশি ‘অনলাইন মুক্তিযোদ্ধা’ নামে একটি পেজে বিভিন্ন ভুয়া পোস্ট ছড়ানো হয়েছে।

ডিএমপির সাইবার বিভাগ জানিয়েছে, সাইবার এক বিশাল জগত। ফেসবুকে ফ্যাসিবাদের দোসররা যেসব পোস্ট দিচ্ছে, সেগুলো দেশের আইন ও সংবিধানবিরোধী। রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই তারা এসব কর্মকাণ্ড করছে। চক্রটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।

 

banner close
banner close