শনিবার

৩ জানুয়ারি, ২০২৬ ১৯ পৌষ, ১৪৩২

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ১৯:০৮

শেয়ার

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল
মেট্রোরেল

বৈদ্যুতিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে এ সেবা।

জানা যায়, বিকেল ৫টার দিকে শাহবাগ স্টেশনে হঠাৎ একটি ট্রেন থেমে যায়। প্রায় একই সময়ে আগারগাঁও স্টেশনে প্রবেশ করে থেমে যায় আরেকটি ট্রেন।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি লাইন-৬-এর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। পাওয়ার ট্রিপ ঘটছে। তবে, ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

দ্রুতই সমস্যার সমাধান করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



banner close
banner close