বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫ ১৫:৪৪

শেয়ার

নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধনের জন্য আগামী ২২ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবে নতুন দলগুলো। 

বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়।

এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদন করতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরম-১ পূরণ করে আবেদন করতে হবে।

তবে, কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, আগের গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত সব শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এর আগে, গত ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। পরে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করলে সেসব বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

 

 

banner close
banner close