
সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে নিয়োগপ্রাপ্ত সুফিউর রহমান এর নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন 'বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম'৷
বিবৃতিতে অভিযোগ করা হয়। জেনেভায় মানবাধিকার কাউন্সিল অফিসে দায়িত্ব পালনকালে সুফিউর আওয়ামী ফ্যাসিস্ট-খুনি সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোন কথা বলতে দিত না। উল্টো সকল খুন-গুম-অপহরণের পিছনে যুক্তি উপস্থাপন করে ভিন্ন মতাদর্শকে সন্ত্রাসী-মৌলবাদী ইত্যাদি ট্যাগ লাগিয়ে দিত।
মঙ্গলবার (২২ এপ্রিল) সংগঠনটির সদস্য সচিব কাজী মেরাজ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে৷
বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের সাবেক কর্মকর্তা সুফিউর রহমান'কে ২০ এপ্রিল ২০২৫ তারিখে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ প্রচারিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সুফিউর রহমান একজন মুজিব প্রেমী কর্মকর্তা৷ সুফিউর রহমান ২০১২ সাল হতে ২০২২ সাল পর্যন্ত সময়ে শ্রীলঙ্কা, মায়ানমার, ফিজি, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২২ সাল হতে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন৷
এতে আরও বলা হয়েছে, জেনেভায় মানবাধিকার কাউন্সিল অফিসে দায়িত্ব পালন কালে সুফিউর আওয়ামী ফ্যাসিস্ট-খুনি সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোন কথা বলতে দিত না।
উল্টো সকল খুন-গুম-অপহরণের পিছনে যুক্তি উপস্থাপন করে ভিন্ন মতাদর্শকে সন্ত্রাসী-মৌলবাদী ইত্যাদি ট্যাগ লাগিয়ে দিত। ৫ই আগস্ট ২০২৪ তারিখ খুনি হাসিনার পতন না হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদেরকে সে সন্ত্রাসী-রাষ্ট্র বিরোধী তকমা লাগিয়ে দিত। ২০২৪ সালের নির্বাচনের পূর্বে গুম খুন-আয়নাঘর ইত্যাদি বিষয় সামনে আসে, মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়।
তখন দেশে-বিদেশে হাসিনার কুকীর্তি ধামাচাপা দিতে ফ্যাসিস্ট সরকার তৎপর হয়ে উঠে। তখন জনাব আদিলুর রহমান খান (বর্তমান মাননীয় উপদেষ্টা) বাংলাদেশের সত্য পরিস্থিতি প্রকাশ করতে গেলে এই সুফিউর রহমান জনাব আদিলকে হেনস্থা করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়'কে ফলাও করে তা জানান দেয় (জনাব মুয়াজ আব্দুল্লাহর সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্য সংযুক্ত। ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সুফিউর রহমানের এ নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণ বিভিন্ন মন্তব্য সহ হতাশা ব্যক্ত করে লিখে যাচ্ছেন। এ সব কুখ্যাত ব্যক্তিদের নিয়োগ জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে হাজারো শহীদের রজেনা বিরুদ্ধে যাচ্ছে বলে দুঃখবোধ করেছেন ।
আমাদের দৃঢ় বিশ্বাস সর্বজন শ্রদ্ধেয় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস মহোদয়'কে ব্যর্থ করার লক্ষ্যে সরকারের থাকা কেউ কেউ মাননীয় প্রধান উপদেষ্টা কে ভুল তথ্য দিয়ে বা ভুল বুঝিয়ে ভিন্ন পথে পরিচালিত করছে। কিংবা সরকারের কেউ কেউ অর্ন্তঘাতমূলক কাজে লিপ্ত হয়েছে।
জরুরী সরকারের এসব বিষয় সতর্ক হওয়া প্রয়োজন। আমরা "বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম" এর পক্ষ থেকে সুফিউর রহমানের নিয়োগের তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে তার নিয়োগ বাতিল করে অর্ন্তবর্তী সরকারকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: