শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস, যা লিখলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫ ০৯:৫৫

শেয়ার

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস, যা লিখলেন
ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এরমধ্যে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বিষয় উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে ৩৯ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটিতে নানা প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি প্রায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে, যা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈসাদৃশ্যপূর্ণ। প্রস্তাবনায় এ দেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের বিশ্বাস, চিন্তা-চেতনা ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবস্থা ভেঙে ফেলার এক গভীর নীলনকশা।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘অন্যান্য সরকার এবং এই সরকারের মধ্যে একটি মৌলিক তফাত হলো- অন্যান্য সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় আর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাজারো শহিদের রক্তদানের ফলে। যাদের প্রাণোৎসর্গের ফলে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কমিশন তাদের বিশ্বাস ও মূল্যবোধকে থোড়াই কেয়ার করেছে। বরং প্রতিবেদনে তাদের চিন্তা ও বিশ্বাসকে অপমানের চেষ্টা লক্ষণীয়।’

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, ‘মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী একটি বিশেষ শ্রেণির নারীদের নিয়ে- যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এ দেশে পশ্চিমা ধ‍্যান-ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট। তাদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এ দেশের মানুষের চিন্তা-চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষদের নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি করছি।’

 

banner close
banner close