বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

বিদেশে সরকারি সফরে স্ত্রী, স্বামী ও সন্তানদের নিতে পারবেন না কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫ ১৫:৫৭

শেয়ার

বিদেশে সরকারি সফরে স্ত্রী, স্বামী ও সন্তানদের নিতে পারবেন না কর্মকর্তারা
সরকারি সফরে বিধি নিষেধ।

সরকারিভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তারা তাঁদের স্ত্রী, স্বামী ও সন্তানদের সফরসঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন না। শুধু তাই নয় জরুরি কারণ ছাড়া সরকারের উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবেরা তাঁদের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিবদের (এপিএস) সহযাত্রী হিসেবে বিদেশ ভ্রমণে নিতে পারেবন না।

এমন নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই নির্দেশনাটি সংশ্লিষ্ট সকলকে জানানোর জন্য সেটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ওই নির্দেশনাপত্রে আরও বলা হয়েছে, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে অবশ্যই ভ্রমণ পরিহার করতে হবে।

banner close
banner close