শনিবার

৩ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

শিগগিরই জিডি-এফআইআর অনলাইন করা হবে: খোদা বখস চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ১৫:২৪

শেয়ার

শিগগিরই জিডি-এফআইআর অনলাইন করা হবে: খোদা বখস চৌধুরী
ছবি: সংগৃহীত

শিগগিরই পরীক্ষামূলকভাবে সাধারণ ডাইরি (জিডি), এফআইআর বা মামলার অভিযোগ নেয়ার প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবর তিনি এ কথা জানান।

দেশের সাধারণ মানুষ এখনো পুলিশের কাছ থেকে সেবা পাচ্ছে না, সে বিষয়ে আপনি কী মেসেজ দেবেন এমন প্রশ্নের জবাবে খোদা বখস চৌধুরী বলেন, ‘পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ না। এটা বর্তমান পুলিশ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে চলে আসছে। এজন্য বর্তমান সরকারের সময় প্রাথমিকভাবে দুটি বিষয় অনলাইন করা হবে। একটা হচ্ছে সাধারণ ডাইরি এবং অপরটা হচ্ছে এফআইআর বা মামলার অভিযোগ।’

তিনি আরও বলেন, ‘জিডির বিষয়ে বিবৃতি পাবেন পুলিশের কাছ থেকে। আমরা পরীক্ষামূলকভাবে দেশের দুটি জেলায় চালু করতে যাচ্ছি। একইসঙ্গে খুব অচিরেই এফআইআরটা অনলাইন করবো। তারপরই এসব বিষয়ে স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।’  

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা সব কিছু কিন্তু দেশের জনগণের জন্য করি। তবে অনেক কিছু আছে জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। আমরা সব কিছু কেন্দ্রীয়ভাবে করি। চেষ্টা করছি সেবাটা দেশের সব জায়গায় পৌঁছে দিতে। কিছু ক্ষেত্রে আমরা সফল হচ্ছি কিছু ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে।’

 

banner close
banner close