মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৮ জিলক্বদ, ১৪৪৬

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫ ১৮:৪৩

শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না মর্মে সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবকে ভালো মনে করছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

পোস্টার কি রাখতে চাচ্ছেন না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই। সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে। গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলোও ভাবছি।’

তিনি আরও বলেন, ‘আচরণবিধির খসড়া প্রস্তাবে দেখা গেছে, নির্বাচনি প্রচারণাপত্র বা লিফলেট এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না। কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে জনসভা করা যাবে না। কোনো ধরনের শোডাউন করা যাবে না। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করতে পারবে না।’

banner close
banner close