গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, ‘দিল্লিতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই ফ্যাসিবাদী খুনিদের বিচার করতে দেশের মানুষকে পেছনে ফেরাতে পারবে না। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই।’
বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি। এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবোই।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এই বাংলাদেশকে গড়ে দিয়ে যেতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো সরকার খুনি হয়ে বেড়ে উঠতে না পারে। আর কোনো সরকার যেনো বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে না পারে।’
আরও পড়ুন:








