মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫ ০৯:৪৮

আপডেট: ১১ মার্চ, ২০২৫ ১০:৫৬

শেয়ার

আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে
সাভারে পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট।

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৩ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগ উপ পরিচালক মো. ছালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন আগে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ছড়িয়ে পড়ার কোনও সম্ভবনা নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।



banner close
banner close