জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) একাধিক স্ত্রীর নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ডাক নাম রাখার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।
সোমবার এ তথ্য নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
ইসির অতিরিক্ত সচিব বলেন, এখন থেকে দুই নম্বর ফরমে নতুন করে এ ফিল্ড যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইসির কর্মকর্তারা বলছেন, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকে একাধিক ডাকনাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি। এক্ষেত্রে দুই নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারে তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে। অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রীর (যদি কারও থাকে) নামটা যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।
আরও পড়ুন:








