মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

নতুন দল নিবন্ধনের জন্য সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১৯:৪০

শেয়ার

নতুন দল নিবন্ধনের জন্য সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগামী সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে সংস্থাটি।

রবিবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত সচিব বলেন, সোমবার নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে।

ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে ৫৪টি রাজনৈতিক দল রয়েছে। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন।



banner close
banner close