মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

বাহরাইনের মন্ত্রীর সঙ্গে ভিসা খোলা নিয়ে রাষ্ট্রদূত হাসান সরোয়ারের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১৪:০৮

শেয়ার

বাহরাইনের মন্ত্রীর সঙ্গে ভিসা খোলা নিয়ে রাষ্ট্রদূত হাসান সরোয়ারের আলোচনা
ছবি: সংগৃহীত

বাহরাইনের বিচার, ইসলামীক ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নব‌নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, ৬ মার্চ বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের বিচার, ইসলামীক ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খু‌লে দেয়াসহ দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।



banner close
banner close