মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

কারাগারে সালমান ও মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ২১:৩৩

শেয়ার

কারাগারে সালমান ও মামুন
উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কোলাজ: বাংলা এডিশন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে জিসান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর কাউছার হুসাইন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০ জানুয়ারি এ মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে আন্দোলনে অংশ নেন জিসান। এসময় গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে আবদুল্লাহ আল মামুনকে ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।



banner close
banner close