সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট ১৪ মার্চ থেকে বিক্রি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ১৯:০৮

আপডেট: ৭ মার্চ, ২০২৫ ১৯:০৮

শেয়ার

ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট ১৪ মার্চ থেকে বিক্রি শুরু
ছবি : সংগৃহীত

ঈদযাত্রার জন্য আগামী ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

ঈদুল ফিতরের আগের সাত দিন ধরে, অর্থাৎ ২৫ থেকে ৩১ মার্চের অগ্রিম টিকিট ওই দিন থেকে দেওয়া হবে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘‘ গতকাল আমাদের অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা ছিল। সেখানে এ সিদ্ধান্ত হয়েছে।

“১৪ মার্চ থেকে যাত্রীরা অনলাইন ও কাউন্টার, উভয় মাধ্যমে বাসের টিকেট কিনতে পারবেন।”

অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীরা যেন হয়রানির মুখে না পড়েন, সেজন্য ঈদের আগে-পরে টার্মিনালগুলোতে মনিটরিং টিম কাজ করবে বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

“তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।”

ঈদযাত্রায় রাতের বাসগুলোর জন্য বাড়তি নিরাপত্তার কথা ভাবা হচ্ছে বলে মন্তব্য করেন অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। সে ক্ষেত্রে বাস ছাড়ার আগে ভিডিও করে রাখার মত প্রস্তাবও এসেছে।

তিনি বলেন, ‘‘ এবারের ঈদভ্রমণ যেন দুর্ভোগমুক্ত হয়, সেজন্য আমরা চেষ্টা করছি, নানা পরিকল্পনা করছি।”



banner close
banner close