অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোঃ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তিনি বলেন, নির্বাচন একটা প্রসেস। আমাদের দেশে অনেক সময় আমরা নির্বাচনের অর্থ শুধুমাত্র ভোট গ্রহণের দিনটাকেই মনে করি। কিন্তু নির্বাচন আসলে শুধুমাত্র ভোট গ্রহণের দিন নয়। ভোট গ্রহণের দিন নির্বাচনের চূড়ান্ত ক্ষণ হতে পারে, কিন্তু অনেক সময় নির্বাচন শুধুমাত্র ভোট গ্রহণ নয়, বরং ভোট গণনার পর দায়িত্ব গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে।
তিনি আরও বলেন, তাই নির্বাচনের যে প্রসেস, সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান, রাষ্ট্র কাঠামোর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য যে কয়টি প্রতিষ্ঠান জরুরি, সেই প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করছে। সরকারও সেই কাজগুলো করে যাচ্ছে। পাশাপাশি নির্বাচনের দিন, যেদিন ভোট গ্রহণ হবে, সেদিন ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য।
নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই পুরো প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এটি যাতে ন্যায্য হয়, একটি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সমান সুযোগ পান, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এই নির্বাচনী প্রক্রিয়া কয়েক মাস আগেই শুরু হয়েছে এবং এটি চলমান রয়েছে।
আরও পড়ুন:








