ফাইল ছবি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হয়েছেন আরও দুজন। নতুন নিয়োগপ্রাপ্ত এই দুজন হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার তাদের বিশেষ সহকারী হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। আর ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তাদের দুজনকে এ সংক্রান্ত নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
আরও পড়ুন:








