সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫ ১৪:২৭

শেয়ার

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প
প্রতীকী ছবি।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমার-ভারত সীমান্তে। ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএসজিএস জানিয়েছে ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখাটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এদিকে রংপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক ৬।



banner close
banner close