সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমার আভাস আবহাওয়া অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫ ১০:০৯

শেয়ার

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমার আভাস আবহাওয়া অধিদফতরের
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মঙ্গলবারের দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসব এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কিন্তু আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রাও কমতে পারে।

একইসঙ্গে এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া মঙ্গলবার সকাল ৬টায় এসব এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।



banner close
banner close