সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ফারাক্কার পানি বণ্টনের বৈঠকে ভারত যাবে বাংলাদেশের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৫ ২০:৩৪

শেয়ার

ফারাক্কার পানি বণ্টনের বৈঠকে ভারত যাবে বাংলাদেশের প্রতিনিধিদল
ফারাক্কা বাঁধ। ছবি: সংগৃহীত

সোমবার পাঁচ দিনের সফরে ভারতের কলকাতায় যাবে বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই সফরে বাংলাদেশ প্রতিনিধিদল ফারাক্কার পানি বণ্টন নিয়ে ভারতের সাথে বৈঠকসহ ফারাক্কা বাঁধ ঘুরে দেখবেন।

শনিবার ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল এ খবর প্রকাশ করেছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছেন ভারত সরকারের জলশক্তি মন্ত্রনালয়ের সিনিয়র কমিশনার আর আর সাম্ভারিয়া।

ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান ৫৪টি নদীর পানি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে যুগ্ম নদী কমিশনে। এই কমিশনের বাংলাদেশের সদস্য ডা: মোহাম্মদ আব্দুল হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।

প্রতিবেদনে জানানো হয় সোমবার বাংলাদেশের প্রতিনিধি দল বিমানে কলকাতায় পৌঁছানোর পর এদিনই ট্রেনে ফারাক্কা যাবেন। ৫ মার্চ তারা ফারাক্কায় পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরেজমিনে খতিয়ে দেখবেন। ৬ ও ৭ মার্চ কলকাতায় একটি পাঁচতারা হোটেলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হবে।

খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ-ভারতের মধ্যে ১৯৯৬ সালে ফারাক্কার পানি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির ৩০ বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে। বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশের সাধারণ জনগনসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের অভিযোগ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফারাক্কার পর্যাপ্ত পানি পায়নি। পর্যাপ্ত পানির হিস্যাসহ এবার বাড়তি পানি দাবি করতে পারেন বাংলাদেশ প্রতিনিধি দল।

তবে পানির বাড়তি দাবি ভারত মানবে কিনা তা নির্ভর করবে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের উপর। রাজ্য সরকার বলছে অতিরিক্ত দেয়ার মতো বাড়তি পানি নদীতে নেই। ফলে ফারাক্কার পানি চুক্তির নবায়ন নিয়ে তিস্তা নদীর মতো বিবাদ হওয়ার সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না বলেও খবরে বলা হয়েছে।



banner close
banner close