আগামী ২ মার্চ সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইস)। ভোটার দিবস উপলক্ষ্যে পুলিশের কাছে সার্বিক নিরাপত্তা চেয়েছে সংস্থাটি। একইসাথে সংস্থাটি ওইদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার জন্যও বলেছে।
বুধবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দফতর গুলোতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ইসির নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী চিঠিগুলো পাঠিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারকে (পশ্চিম) পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২ মার্চ সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে নির্বাচন কমিশন সকাল সোয়া ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে দিবসটির শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্টে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।’
এ সময় সময়ে সার্বিক নিরাপত্তা বিধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।
এদিকে নিরবিচ্ছিন বিদ্যুৎ সঞ্চালনের জন্য ডেসকোর সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:








