সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ধর্ম অবমাননার দায়ে ইসলামের শত্রু রাখাল রাহার বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:১৯

আপডেট: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:২৬

শেয়ার

ধর্ম অবমাননার দায়ে ইসলামের শত্রু রাখাল রাহার বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ

সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেন। ধর্ম অবমাননার দায়ে রাখাল রাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মতিঝিল থানার ওসি মো মেজবাহ উদ্দিন অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়েছে, রাখাল রাহা একটি পোস্টে তিনি তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেছেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) আল্লাহ তাআলার শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। মন্তব্যের মাধ্যমে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছেন।

এই ধরনের বক্তব্য শুধু মাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি উসকানিমূলক প্রচেষ্টা । রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অভিযোগকারী ।

তাকে এনসিটিবির কমিটি থেকে দ্রুত বহিষ্কারপূর্বক বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামিক সংগঠন। একই সাথে ১৫০ আলেম রাখাল রাহার বিচার চেয়ে বিবৃতি প্রদান করেছেন।



banner close
banner close