সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে বাসার সামনে গুলি ও ছুরিকাঘাত, টাকা-অলংকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০২:০৮

শেয়ার

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ীকে বাসার সামনে গুলি ও ছুরিকাঘাত, টাকা-অলংকার ছিনতাই
ছবি:সংগৃহীত

রাজধানীতে নিজ বাসার সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বনশ্রী এলাকায় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার মো. ফয়েজ ইকবাল বলেন, 'রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে হেলমেট পরা ৫–৬ জনের একটি সশস্ত্র দল ওই ব্যক্তিকে ঘিরে ধরে, বাসার সামনে তাকে ছুরিকাঘাত ও গুলি করে।'

ভুক্তভোগী আনোয়ার হোসেন অলংকার জুয়েলার্স-এর মালিক।

পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তার ওপর একাধিক রাউন্ড গুলি করে।

এর মধ্যে অন্তত একটি গুলি তার শরীরে আঘাত করে। এছাড়া তার পিঠে ও পায়ে ছুরিকাঘাতে জঘম করেছে ছিনতাইকারীরা।

প্রথমে আনোয়ার হোসেনকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা আনোয়ার হোসেনকে ঘিরে ধরে।

ভিডিওতে দেখা যায়, একজন তার সঙ্গে ধস্তাধস্তি করছে। এ সময় আরেকজন তাকে লক্ষ্য করে পিস্তল থেকে এক রাউন্ড গুলি চালায়।

আহত আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসায় ঢুকছিলেন তিনি।

'এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তারা আমাকে লক্ষ্য করে গুলি চালায় এবং স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়,' পুলিশকে এমনটাই জানিয়েছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, বনশ্রী থেকে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।



banner close
banner close