পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো চুরি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘কয়েকশ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। কিন্তু তারা আবার আদালত থেকে জামিন পেয়ে একই ছিনতাই কার্যকলাপে জড়িয়ে পড়ছে।’
সরকার পক্ষের আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘আদালতে ছিনতাইকারীদের কার্যকলাপ ও এর ভয়াবহতা জনজীবনে কি পরিমাণ অশান্তি তৈরি করছে তা তুলে ধরেন, যাতে করে আদালত জামিন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।’
শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী টোল প্লাজায় টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি ডাকাতির মতো অপরাধের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। র্যাবের ঢাকার ৫টি ও ঢাকার বাইরের দশটি ব্যাটালিয়ন নিয়ে আমরা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ছিনতাই, দস্যুতা, ডাকাতির মতো ঘটনা ঘটেছে। রাজশাহীগামী একটি যাত্রীবাহী নৈশবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মা-বোনের সম্ভ্রমহানির অভিযোগও আছে। ঢাকা শহরেও অনেকক্ষেত্রে মা-বোনরাও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই অপরাধগুলো দমন করার জন্য। রাজশাহীগামী সেই নৈশবাসের ঘটনায় বেশ কয়েকজন দস্যুকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।’
আরও পড়ুন:








