রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

অতিরিক্ত ওজনের কারণে যে সমস্যায় ভুগতেন রুনা খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২৮

শেয়ার

অতিরিক্ত ওজনের কারণে যে সমস্যায় ভুগতেন রুনা খান
কোলাজ: বাংলা এডিশন

অভিনয়ের সঙ্গে রুনা খানের সম্পর্ক দীর্ঘদিনের। তবে দুর্দান্ত অভিনয় থাকা সত্ত্বেও ছিলেন না আলোচনার টেবিলে সেভাবে জায়গা মেলেনি তার। তিনি আলোচনায় আসেন বছর খানেক আগে ওজন কমিয়ে।

স্থূল রুনা খানকে মেদহীন দেখে অবাক হন সবাই। এবার তিনি জানালেন অতিরিক্ত ওজনের কারণে এক সময় শারীরিক অসুবিধা বোধ করতেন।

এক সাক্ষাৎকারে রুনা বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছি। হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো। সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করি।’

তার কথায়, ‘বয়স কোনো নম্বর না, সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন। তিনিই জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে। আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে।’

খাবার নিয়ে তিনি বলেন, ‘আমি ভাত, মাছ, ডাল, শাক-সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি। ৭-৮ ঘণ্টা ঘুম, যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া। মন ভালো থাকলে অনেক আরাম পাওয়া যায়।’

সবশেষে বলেন, ‘আমার পরিবার আমার বন্ধুবান্ধব ওরা অনেক ভালো মানুষ। আমার আশে-পাশে খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টিত। আমি মানসিকভাবে খুব আরামে আছি ভালো আছি সুন্দর আছি।’



banner close
banner close