রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

বায়ু দূষণে ঢাকার অবস্থান আজ ১৫, স্কোর ১৪৮  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৬

শেয়ার

বায়ু দূষণে ঢাকার অবস্থান আজ ১৫, স্কোর ১৪৮  
ছবি: সংগ্রিহিত

বায়ু দূষণে আজ বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচি। বাতাসের মান সূচকে করাচির বায়ুর স্কোর ২২১। তালিকায় ঢাকার অবস্থান ১৫, স্কোর ১৪৮। যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। পাকিস্তানের আরেক শহর লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ১৮৫। পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাউ, স্কোর ১৭৭। একই স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে চীনের উহান।

বায়ু দূষণে শীর্ষ ১০ এর মধ্যে ৮-এ রয়েছে চীনের আরেক শহর হ্যাংজু। আর দিল্লির অবস্থান ৯ নম্বরে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।



banner close
banner close