বায়ু দূষণে আজ বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ১৭২। যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
বুধবার সকাল সোয়া ৯টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।
তালিকায় ২৩০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হার্জেগভিনিয়ার সারাজিভো। ভারতের দিল্লি রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ১৮৬। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৯।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা, তা জানায়।
এদিকে ১৭৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে পোল্যান্ডের ওয়ারশ।
আরও পড়ুন:








