রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:০৫

শেয়ার

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য
পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ, একই সঙ্গে স্থানীয় ছাত্র-জনতাও স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়ে বলেন, অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই, কারণ তিনি আশাবাদী যে তার বাসায় কেউ হামলা চালাবে না।

মঙ্গলবার দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, পুলিশ তার বাসার নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করায় তিনি কৃতজ্ঞ। এছাড়া, অসংখ্য ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে পাহারা দেওয়ায় তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, ‘চিন্তার কিছু নেই, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে। আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে যেই শহরে শোক পালন করতে দোকানপাট পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, সেই শহরে আওয়ামী লীগ কর্মীরা আমার বাড়িতে হামলা চালাবে, এটি একপ্রকার অসম্ভব ঘটনা।’

এদিকে, তার পরিবারের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার অভিযোগে সুশান্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন পিনাকী ভট্টাচার্য।

তিনি আরো জানান, তাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে ‘এ টিম গ্যাং’-এর প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে আলাদা মামলা করা হয়েছে।

বিশেষ করে ফ্রান্সে তার বাসার ঠিকানা প্রকাশ করা এবং তাকে হেনস্তা করার প্রকাশ্য হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফ্রান্সের আদালতে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে, বাংলাদেশেও পৃথক মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।



banner close
banner close