শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তিসহ ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩০

আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৫০

শেয়ার

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তিসহ ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান
ছবি: সংগৃহীত

নির্দোষ চাকরিচ্যুত বিডিআরদের ক্ষতিপূরণ ও প্রহসনের বিচার বন্ধসহ ৬ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।

৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবস্থান নেন বলে জানান অবস্থানকারীরা। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারিও এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান বিডিআর সদস্যরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা শহীদ মিনারের চারপাশে অবস্থান নেন। তারা মাথায় স্লোগান সম্বলিত ব্যান্ড ও হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। শহীদ মিনারের এক পাশে সামিয়ানা টাঙিয়ে বিশ্রামেরও ব্যবস্থা করা হয়েছে। তারা বিভিন্ন রকম স্লোগানও দিচ্ছেন।

বিডিআরদের ৬ দফা দাবি হল:

১. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

২. এর মধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেল বন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।

৩. গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) নং ধারা বাদ দিতে হবে। একই সঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

৪. পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

৫. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআরের নাম ফিরিয়ে আনতে হবে।

৬. পিলখানার হত্যাকাণ্ডে শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।



banner close
banner close