শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

ধানমন্ডি ৩২ থেকে উদ্ধার হাড় পরীক্ষা করবে সিআইডির ক্রাইম সিন ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:০১

শেয়ার

ধানমন্ডি ৩২ থেকে উদ্ধার হাড় পরীক্ষা করবে সিআইডির ক্রাইম সিন ইউনিট
ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে গোপন আয়নাঘরের সন্ধান মিলেছে বলে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে। এমন খবর ছড়ানোর পর গতকাল সেখানে তল্লাশি চালায় পুলিশ। এর মধ্যে সেখানে মানুষের হাড়সহ একাধিক সন্দেহজনক বস্তু পাওয়ার দাবি করা হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধু হাড়ই নয়, ঘটনাস্থলে রক্তের দাগ, জুতা, মানুষের চুল এবং অন্যান্য অবশিষ্টাংশও পাওয়া গেছে। এমন দাবির প্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী মাসুদ। তিনি বলেন, ক্রাইম সিন সেখানে গিয়েছিল উদ্ধার হওয়া হাড়গুলো দেখতে। সেগুলো তারা পরীক্ষা-নিরীক্ষা করবে। আসলে হাড়গুলো কিসের।

গত বৃহস্পতিবার থেকে খবর ছড়িয়ে পড়ে শেখ মুজিবের ভাঙ্গা বাড়ির পাশে একটি ভবনের নিচে আয়না ঘরের সন্ধান মিলেছে। এখানে মানুষের হাড়গোড় এবং মাথার চুল পাওয়া গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। সর্বশেষ গতকাল ফায়ার সার্ভিসের একটি টিম এবং পুলিশ দিয়ে সেই ভবনের বেজমেন্টের নিচে থাকা পানি সরিয়ে ফেলে। এরপর সেখানে হাড় পাওয়ার দাবি করা হয়। তবে সেগুলো মানুষের কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, ভবনটির নিচে পার্কিং জোন তৈরি করা হয়েছে এবং সেখানে পানি জমেছে। পাশে লিফট তৈরির একটি বিশাল ফাঁকা জায়গা। নির্মানাধীন ভবনের নিচে এমন পরিস্থিতি দেখে অনেকে মনে করছেন সেটি আয়নাঘর। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনটির নিচে কার পার্কিং করার জন্য তিনতলা পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে পার্কিং প্লেস নির্মাণ করা হয়েছে।

ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাতেই ক্রেন, এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়।



banner close
banner close